কুমিল্লার লাকসাম পৌরশহরের রাজঘাট বেপারীপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে এক বিধবার বসতঘর পুড়ে গেছে।
বিধবা খুরশিদা বেগম জানান, ভোরে তার ছেলে রুবেল ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়। সে ফিরে আসার আগেই পৌনে ছয়টার দিকে আগুনের ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন হয়ে যায়। এ সময় তার থাকার ঘরসহ পাশের মরিয়ম ও আবু বকরের ঘরও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, আলমারি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে যায়।
বিধবা খুরশিদা বেগম মরহুম সৈয়দ আহমদ সেকেনের ছোট স্ত্রী। তিনি তিন ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/কালাম