সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাকরদিয়া তেরাদল এলাকায় নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
পুলিশের ধারণা, লাশটি কয়েকদিন থেকে পানিতে ভাসমান ছিল। অর্ধগলিত লাশটি বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক