পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিলে আজ শনিবার দুদিনব্যাপী বর্ণাঢ্য ইসলামী সম্মেলন শুরু হচ্ছে।
সারাদেশ থেকে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর লাখো নেতাকর্মী, সমর্থক, ধর্মপ্রাণ মুসলমানরা সম্মেলনে সমবেত হবেন।
ইসলামী সম্মেলনে যোগদানে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত হতে বর্ণিল ব্যানার, ফেস্টুন সহযোগে নজরকাড়া কাফেলা সহকারে শান্তিকামী মানুষের ঢল নেমেছে কৈজুরী জাকের মঞ্জিল অভিমুখে।
একই সাথে জাকের পার্টির বৈদেশিক শাখাগুলো চাদের হিসাব অনুযায়ী গতকাল শুক্রবার থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নানা আয়োজন শুরু করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ