আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে আজ শনিবার শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে তার নিজ বাড়ির উঠানে এই সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, শরীফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। সভায় বিএনপির সকল ইউনিটের পাঁচজন করে ডাকা হয়। বক্তারা আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ