শেরপুরের পৌর এলাকার চাপাতলীতে বিয়ে বাড়িতে বরের গাড়ির ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দুই শিশুর ঝগড়ার ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সেইসাথে বিয়ে বাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন আক্কাস আলী, লতিফ মিয়া, রিয়াদ, সাফিয়া আক্তার, সোহান ও পিন্টু। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়িতে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ থেকে বরযাত্রী আসে। বিয়ের কাজ শেষ পর্যায়ে বাড়ির সামনে রাখা বরের একটি প্রাইভেটকারের ফুল ছিঁড়ে ফেলে পাশের বাড়ির শিশু। এনিয়ে বিয়ে বাড়ির এক শিশুর সাথে ওই শিশুর ঝগড়া বাঁধে। এসময় ফুল ছেঁড়া পক্ষের দুই যুবক রনি ও শফিকুলের সাথে বিয়ে বাড়ির লোকদের সাথে বাকবিতন্ডা শুরু হলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার দুই পক্ষকে মিমাংসার জন্য সালিশ বৈঠকে বসেন।
সালিশের এক পর্যায়ে আবারও উত্তেজনা বাড়ে। তারপর শুরু হয় বিয়ে বাড়িতে আক্রমণ। ভাংচুর করা হয় বিয়ে বাড়ির প্যান্ডেল, টেবিল-চেয়ার ও প্লেট-গ্লাস। এতে আহত হয় ছয়জন। পরে সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পৌর কাউন্সিলর মো. আব্দুস সাত্তার জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক