ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ জেলেকে জরিমানা করা হয়।
শনিবার দুপুরে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় পাঁচ জেলেসহ ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত আইনের ৫ ধারায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, অবৈধ ভাবে মৎস্য শিকার করা সকল জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন