কুমিল্লার লাকসামের চন্দনা বাজারে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে চন্দনা বাজার মসজিদের মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিতে এসে একটি দোকানের শাটার খোলা দেখে দোকানের মালিক মো. ফজলুল হককে জানান। দোকানের মালিক ঘটনাটি থানায় জানালে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান ও লাকসাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাকসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে। পুলিশ ২ দিনের প্রচেষ্টায় সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা থেকে গ্রেফতার করে লাকসাম থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের মৃত বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ হোসেন প্রকাশ সোহাগ (৩৩), একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. তানিম (২০), দেলোয়ার হোসেনের ছেলে আলা উদ্দিন (২১), সোনাইমুড়ীর মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৪), একই উপজেলার বজরা ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে আব্দুর রহিম (৪৭) ও চাটখিলের আবুল বাশারের ছেলে মোর্শেদ আলম (৩৯)।
অভিযানকালে পুলিশ চুরি হওয়া মালামালের মধ্যে ২টি কফি মেশিন, ৩ হাজার টাকার গুড়া দুধ ও একটি ব্যাটারি চালিত অটোবক্স গাড়ি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল