চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ মাঠ অন্যের কাছে বর্গা দিয়ে করা হচ্ছে বেগুন ও মাষকলাই চাষ। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, গত তিন মাসের অধিক সময় ধরে চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ মাঠের ২৫ শতক জমি ২০ হাজার টাকায় বর্গা দেয়া হয়েছে এবং সেখানে সবজি চাষ হচ্ছে। এছাড়া আরও কয়েকবিঘা জমি ৫ হাজার টাকায় বর্গা দিয়ে চাষ করানো হচ্ছে মাষকলাই। এতে খেলাখুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন থেকে সেখানে খেলা না হওয়ায় ক্রীড়া প্রেমিকরাও এমন কাজের তীব্র নিন্দা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, এবছর কলেজ মাঠে প্রথমে বালু উত্তোলন করে ব্যবসা করা হয়েছে। তারপর বেগুন ও মাষকলাই লাগানো হয়েছে। কলেজ মাঠ যেখানে খেলাধুলার স্থান হিসাবে থাকার কথা, সেখানে সবজি চাষ হচ্ছে এটা দুঃখজনক।
এদিকে সবজি বাগান মালিক আব্দুল হাকিম আলী বলেন, বছর প্রতি ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আষাঢ় মাস থেকে কলেজ মাঠে বেগুন চাষ করছি। গত কয়েকমাস থেকে মাষকলাইও চাষ হচ্ছে। তিনি আরও জানান, সবজি চাষ করার আগে কলেজ মাঠে বালু উত্তোলন করা হয়েছিলো। অতিরিক্ত বালুগুলো বাইরে বিক্রিও করা হয়েছিলো। আগে এখানে খেলাধুলা করা হচ্ছিলো কিন্তু সবজি চাষের পর আর সেখানে খেলাধুলা করা হয় না বলেও জানান তিনি।
স্থানীয় কলেজ ছাত্র আব্দুর রহিম জানান, এই কলেজ মাঠে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছি। বিভিন্ন টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। কিন্তু কয়েকমাস থেকে কলেজ মাঠটিতে সবজি চাষ করার জন্য আর খেলাধুলা করা যায় না।
এদিকে কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান জানান, কলেজ মাঠে সবজি চাষ করা যাবে না, এটা কোথায় বলা আছে? আর আমি সবজি চাষ করতে দিয়েছি সেটা ম্যানেজিং কমিটির সবাই জানে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, যেখানে বেগুন লাগানো আছে সেই জমিটা আগে পুকুর ছিল। তাই মাটি ভরাট করে মূলত খেলার মাঠে পরিণত করার জন্যই বেগুন লাগানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল