বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিউটির আয়োজনে বিভাগীয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিপিবির বিভাগীয় কমিটির সমন্বয়ক কমরেড রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহিন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহসিন রেজা। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ। শিক্ষা কার্যক্রমের বিষয় ছিলো মার্কসবাদ, পার্টি সংগঠন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
কর্মশালার শুরুতেই জতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদ। জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড শাহীন রহমান, এবং দলীয় পতাকা উত্তোলন করেন কমরেড রাগীব আহসান মুন্না। কর্মসূচি চলাকালীন সময় দুপুর ২ টায় একটি লাল পতাকা মিছিল বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল