ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার মুহাম্মদ আব্দুল ওহাব। এ ছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুস্কার পেলেন এসআই মামুন ইসলাম এবং বিশেষ পুরুস্কার প্রাপ্ত হলেন
এএসআই মনির হোসেন, এএসআই সফিউদ্দিন। জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বোয়ালমারী থানার আইন-শৃঙ্খলার উন্নতি, মাদক উদ্ধার, অপরাধ দমন, চুরি ছিনতাই রোদ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, জুয়ার আসর নিপাতসহ থানা এলাকার সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় তারা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। মঙ্গলবার ফরিদপুর জেলার পুলিশ সুপার মো.শাহজাহান এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ