মেহেরপুরে মো. শিমুল ও অব্দুল মালেক হোসেন দুলাল নামের দুই অটো চালাককে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়েছে অজ্ঞান পাটির সদস্যরা। ভুক্তভোগী শিমুল মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং আব্দল মালেক হোসেন দুলাল গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মো. এনায়েত আলীর ছেলে। আজ মঙ্গলবার বিকাল ৫টার সময় মেহেরপুর শহরের পুলিশ লাইনের কাছে এয় ঘনা ঘটে ।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুলিশ লাইনের সামনের সড়কে তাদেরকে অজ্ঞার্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী শিমুল বলেন, হাসপাতাল থেকে চার ব্যক্তি আমাকে গাংনী যাবার জন্য বলে। পথমধ্যে পুলিশ লাইনের কাছে এসে মোবাইলে কথা বলার জন্য আমাকে থামতে বলে । তারপর বাতাস খাওয়ার নাম করে আমাকেও নামতে বলে। আমি নামতে না চাইলেও তাদের জোরাজুরিতে আমি নেমে তাদের পাশে বসি। তারপর কি হয়েছে আমার আর মনে নেই । এদিকে অব্দুল মালেক হোসেন দুলালের জ্ঞান এখনও ফিরেনি।
শিমুলের মা বলেন, ১০ দিন আগে ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছি। আবার অটো দোকানে ৮০ হাজার টাকা ধার আছে।
বিডি প্রতিদিন/এএম