টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপিতে জাকির হোসেন সরকার সভাপতি ও মো. নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হয়েছেন। পৌর বিএনপির সভাপতি হয়েছেন খুররম খান ইউসুফজাই ও সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার মোতালেব হোসেন।
বিকেলে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কাকরাইদ এলাকায় অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম ওরফে স্বপন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, আতাউর রহমান ও আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম, কৃষক দলের আহবায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব শামীমুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড়, সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।
হাসানুজ্জামিল শাহীন জানান, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ এবং কাউন্সিলরদের সর্বসম্মতিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ