শিরোনাম
- হজযাত্রীর জন্য ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩
- কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- পাচারের উদ্দেশে টেকনাফের পাহাড়ে বন্দী নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রী নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
নড়াইলে রোগীর স্বজনদের পেটালো নার্স ও হাসপাতালের কর্মীরা!
নড়াইল প্রতিনিধি
অনলাইন ভার্সন

নড়াইল আধুনিক সদর হাসপাতালের ভেতর রোগীর স্বজনদের পেটালো দায়িত্বে থাকা নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ডবয় সদস্যরা। মঙ্গলবার দুপুর একটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এদিকে, হামলার শিকার আহত রিমা বেগম নামে রোগীর এক স্বজনকে উল্টো আটক করে থানা হাজতে রেখেছে পুলিশ। অভিযোগ উঠেছে, রোগীর স্বজনকে মারধর করা অভিযুক্ত নার্স আবার নিজেই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীদের বিরুদ্ধে।
আহতদের অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বারইপাড়া গ্রামের সুমাইয়া বেগম পেটেব্যাথা জনিত রোগে চিকিৎসা নিতে সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের গাইনি ওয়াডে রাখা হয়। মঙ্গলবার দুপুরে হঠাৎ রোগীর পেটে ব্যাথা বেড়ে গেলে তার স্বামী ইমরান হোসেন কর্তব্যরত নার্স বিউটি পারভীনকে খুঁজতে থাকেন। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে কর্তব্যরত সেই নার্সকে ফ্যান মেরামতের কাজে ব্যস্ত অবস্থায় দেখেন। রোগীর অবস্থা খারাপ বর্নণা করে তার স্বামী নার্সকে দ্রুত আসতে অনুরোধ করেন। তখন নার্স উল্টো রেগে গিয়ে পায়ের জুতা খুলে রোগীর স্বামী ইমরান হোসেনকে মারধর করেন।
এরপর উভয় পক্ষের চেঁচামেচি ও চিৎকারে হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামান (টনি) ও ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ছুটে আসেন। এসময় তাদের সঙ্গে হাসপাতালের অন্যান্য নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ড বয় যোগ দেয়। ওয়ার্ডের মধ্যেই রোগীর স্বামী ইমরানকে বেদম প্রহার শুরু করে তারা। এ সময় ইমরানকে রক্ষা করতে গেলে রিমা বেগম নামে রোগীর এক স্বজনকে মারের চোটে কান ছিঁড়ে ফেলেন।
ওই ঘটনার সময় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রোগীর স্বজনকে মারধর করা অভিযুক্ত নার্স আবার নিজেই থানায় ভুক্তভোগীদের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত রিমাকে আটক করে।
এ ব্যাপারে অভিযুক্ত নার্স বিউটি পারভীন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমে রোগীর স্বজন আমাকে লাথি মারলে,আমি পাল্টা জুতা নিক্ষেপ করি। এরপর হাতাহাতি হট্টগোলের সৃষ্টি হয়। এর মধ্যে কার কান কিভাবে ছিঁড়েছে তা আমার জানা নেই।
তবে এ ঘটনার জন্য রোগীর স্বজনদেরকে দায়ী করে প্রত্যক্ষদর্শী ডাক্তার আসাদুজ্জামান ( টনি) বলেন,রোগীর স্বজনরা প্রথমে নার্সকে মারধর করে। এতে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে নড়াইল সদর হাসপাতালের তত্তাবধায়ক প্রেমানন্দ মন্ডলের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
একই প্রসঙ্গে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি কাজে বাধাদান এবং মারধরের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর