নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিভিন্ন সময় জব্দকৃত ৫৪টি বোমা নিষ্ক্রিয়করণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মনোহরদী থানার ভিতরে নিরাপত্তা বজায় রেখে বোমাগুলো নিষ্ক্রিয় করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট রবিবার দুপুরে উপজেলা বিএনপি খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতার মৃত্যুর প্রতিবাদে মনোহরদীতে সমাবেশ করে। সমাবেশ থেকে লাঠিশোঠা নিয়ে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ সমাবেশ স্থল থেকে ৩টি বোমা উদ্ধার করে। এছাড়া উপজেলার বড়চাপা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের কাছ থেকে ৫১টি বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা থেকে আগত ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এর উপ- পরিদর্শক গোলাম মতুর্জার নেতৃত্বে ৪ সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, মামলার আলামত হিসেবে বোমাগুলো আমাদের হেফাজতে ছিলো। আদালতের আদেশের প্রেক্ষিতে বোমাগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে।
বিডি প্রতিদিন/এএ