নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার বগুড়ায় পৃথক পৃথকভাবে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে করা হয়েছে। এদিন সকালে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। অপর দিকে জেলার সভাপতি আব্দুস সালাম জানান, বিকেল ৩টায় তারাও একই মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন।
বুধবার সকালে শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। পরে বেলা ১১টায় প্রতিষ্ঠাবর্ষিকীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিবমঞ্চে এক আলোচনা সভা করা হয়। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, শিল্প ও বাণিজ্য সম্পাদক তপন চক্রবর্ত্তী।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর প্রাং, সৈয়দ মাকছুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী জুয়েল, ডা. মুর্শিদা, সদস্য সাব্বিত শেখ সাগর, গোলাম মোস্তফা, আনন্দ কুমার দাস, রাজু আহম্মেদ, রাকিবুল হাসান মামুন, শাহিন মন্ডল, আজিজুল শেখ, হাসান সরকার, জীবন, সাদিকুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
বিডি প্রতিদিন/ফারজানা