চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভয়াশ্রম চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২০ জেলেকে নৌ থানা পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে নৌ থানায় গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রফতারকৃতরা হলেন রিপন বন্দুকশী (২০), আল-আমিন বন্দকশী (২১), আরিফ খান (২০), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), আ: রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), লোকমান মিজি (২১), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ ছৈয়াল (২৫)।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার আশেপাশে মেঘনা নদী থেকে ২০ জন জেলেকে মা ইলিশ নিধনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এরমধ্যে ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল