গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসের ধাক্কায় অংকন বিশ্বাস (২২) নামে এক ঔষধ ব্যবসায়ীর নিহত হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্টান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী অংকন বিশ্বাস কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের পলব বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী একটি যাত্রীবাহী লোকালবাস সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পথচারী অঙ্কন বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তির কিছু সময় পর তিনি মারা যান। তিনি আরো জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও বাসের চালকসহ অন্যদের আটক করতে সম্ভব হয়নি। নিহত পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি বিনা ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ