দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী আকবর, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্তা ফিজানুর রহমান, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবেদ আলী, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
মহড়ায় অগ্নিকান্ডের সময় আগুন নেভানো ও ভূমিকম্পের সময় উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটি ও শিক্ষার্থীরা এই মহড়ায় অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ