ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উদযাপন করা হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ফুলপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র মিঃ শশধর সেন, জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আওয়ামী লীগ নেতা গ্রামাউসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, শ্রমিক লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক এ টি এম রবিউল করিম, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রমিজুল ইসলাম, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম রবি, রূপসী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ