মাদারীপুরের ডাসারে চকলেট কিনে দেয়ার কথা বলে (৭) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ধর্ষণের অভিযোগে বুধবার সকালে মো. ফারুক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের পূর্বদর্শনা গ্রামের আমজেদ মোল্লার ছেলে মো. ফারুক মোল্লা একই গ্রামের এক শিশুকে গত শনিবার সকালে চকলেট কিনে দেয়ার কথা বলে তার নিজ বসতঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ফারুক। এবং এই বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুর পরিবারকে হুমকী দিয়ে আসছে। কিন্তু এই ঘটনাটি জানতে পেরে ওই শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত ফারুক মোল্লাকে আসামী করে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ডাসার থানার এস.আই মো. শাহাবদ্দীন অভিযান চালিয়ে সকালে ফারুক মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এবং ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এবং আসামি ফারুক মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ