বরগুনা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে বরগুনায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), যুব রেডক্রিন্ট, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন পেশার লোক অংশ নেন।
র্যালি শেষে কালেক্টেরেট স্কুল চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাওছার হোসেন, মুক্তিযোদ্ধা আ. রশিদ, আ. মোতালেব মৃধা, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, উন্নয়ন সংগঠন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমূখ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিপিবি স্বেচ্ছাসেবকরা যৌথ মহড়ায় অংশ নেয়। এসময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সতর্কতাসহ এই সকল দুর্যোগ এলে আত্মরক্ষাসহ প্রতিরোধে করণীয় বিষয় উপস্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ