দিনাজপুরে ট্রাকের চাপায় মামুন ও জাহিদ হাসান নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মামুন (৩০) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে এবং জাহিদ হাসান (৩২) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে দিনাজপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে তিনটি ট্রাককে ওভারটেক করে সামনের দিকে যাচ্ছিলেন তারা। এসময় অপর একটি ট্রাক সামনের দিক থেকে এগিয়ে এলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল আটকে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা গোলাম মাওলা জানান, নিহতরা দুইজন কোম্পানির মালামাল বিভিন্ন স্থানে পরিবেশন করেন। কাজ শেষ করে বাসায় ফেরার পথে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম