হবিগঞ্জের লাখাইয়ে ডাকতির প্রস্তুতির সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বামৈ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বানিয়াচং উপজেলার আমির খানী মহল্লার আবু শ্যামার ছেলৈ সাইফুল ইসলাম, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের শাকির মাহমুদ মিয়ার ছেলে মুর্শেদ মিয়া ও মাধবপুর উপজেলার বাকর নগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার (ওসি) নুনু মিয়া জানান, বামৈ এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে রামদা, গ্রিল কাটার যন্ত্রপাতি, ছুরি ও চাকু উদ্ধার করা হয়।
ওসি জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/কালাম