ফেনীর সোনাগাজীতে এক তরুণীকে (১৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে মারুফ আলম ভুঞা (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের ভুঞা বাড়ির ফখরুল আলম ভুঞার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফের সাথে ওই তরুণীর চার মাস পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একইসাথে বিভিন্ন স্থানে বাইকে ও রিক্সায় চড়েও বেড়াতে যায়। বুধবার বিকেলে ওই তরুণীর বাড়িতে একা থাকার সুবাদে মারুফ তার বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাড়ির লোকজন ঘটনাটি টের পেয়ে মারুফকে আটক করে মারধর করে ও পুলেশে দেয়।
স্থানীয় এলাকাবাসী তরুণীকে বিয়ে করার প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মারুফের বিরুদ্ধে বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
মারুফ ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই তরুণীর বড় বোন তাকে ফোন দিয়ে তাদের বাড়িতে ডেকে নেন। তাদের ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি কেউ ষড়যন্ত্রমূলক ভাবে করেছে বলে সে জানান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, স্থানীয় জনতা মারুফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম