জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কুমারপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম