ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
মহড়া শেষে আলোচনা সভায় 'দুর্যোগের আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স -এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল আমিন প্রমুখ। মহড়ায় ফুলপুর মহিলা কলেজের প্রায় ৫শ ছাত্রী অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ