ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথা, হাত দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে স্টেশন সংলগ্ন টেডি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকাগামী আন্তঃনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন টেডি ব্রিজ এলাকায় আসলে ওই ব্যক্তি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে শরীর থেকে মাথা হাত দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই জায়গায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই