ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন স্থাপনার উদ্বোধন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শহরে একটি ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও তিনটি উপজেলায় তিনটি বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিটন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়াসহ নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, সদর উপজেলার বাকাইল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও বিজয়নগর উপজেলার লক্ষীমোড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এমআই