ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় বিএনপির গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে এসব কর্মসূচি পালন করা হয়। এ আজ বৃহস্পতিবার দুপুরে তারাকান্দায় ঐশী অটো রাইসমিল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক, হাবিবুল ইসলাম খান শহিদ, মানিক তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব প্রমুখ। এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হেকিম মন্ডল, কাজী আব্দুল বাতেন, রাকিব তালুকদার, রাসেল মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, শ্রমিকদলের আহ্বায়ক পাভেল মন্ডল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাশেষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে প্রধান অতিথিকে নিয়ে তারাকান্দা উপজেলা সদরের বিভিন্ন দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ