টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার কাগমারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।
সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী ও শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ