গাজীপুরে পৃথক ঘটনায় নিহত এক স্কুল ছাত্রীসহ দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে জিএমপি’র গাছা থানার কুনিয়া মধ্যপাড়া ও পূবাইল থানাধীন পুবাইল রেলস্টেশন কলোনী থেকে ওই দু’টি লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- কুড়িগ্রামের রাজারহাট থানার পূর্ব বালাকান্দি সবুজপাড়া এলাকার ওমর ফারুকের মেয়ে ফারজানা আক্তার (১৪) এবং হবিগঞ্জ জেলা সদর থানার সোনারো গ্রামের জাকির হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তার নুপুর (১৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই আনোয়ার হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে টিনসেডের ভাড়া বাসায় বসবাস করতো স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ফারজানা আক্তার। ঠিকমত লেখাপড়া না করায় বৃহষ্পতিবার সকালে ফারজানাকে বকাঝকা করে তারা বাবা-মা। এতে বাবা-মা’র সঙ্গে অভিমান করে সে নিজ কক্ষে ঢুকে ভিতর থেকে দরজার সিটকিনি আটকিয়ে দেয়। দীর্ঘ সময়েও সাড়াশব্দ না পেয়ে দুপুরে তার বাবা সিলিংয়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঘরের আঁড়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ট্রিপল নাইন এর (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এদিকে জিএমপি’র পূবাইল থানার এস আই আব্দুস সালাম জানান, সিটি করপোরেশনের পূবাইল রেলস্টেশন কলোনীতে বসবাস করে ইয়াসমিন আক্তার নুপুরের পরিবার। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল নুপুর। বৃহষ্পতিবার বিকেলে সে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে মারা যায় নুপুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুপুরের লাশ তাদের বাসা থেকে উদ্ধার করে।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম