মাদারীপুরের শিবচরে সুতা ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এসময় বাড়িতে থেকে সিসিটিভির হার্ডডিস্ক, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও শিবচর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার গোলাম কিবরিয়ার বাড়ির ড্রয়িং রুমের জানালার গ্রিল ভেঙে অস্ত্রধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। প্রথমে ডাকাতদল গ্রিল কেটে রান্নাঘরে ঢুকলেও শক্ত দরজার কারণে ঘরে প্রবেশ করতে পারেনি।
পরে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে দরজা না থাকার সুযোগে ভবনে ঢুকে পড়েন। ডাকাতদল বাড়ির সদস্যদের ও কেয়ারটেকারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। খবর পেয়ে সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এমআই