নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২ জনের মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর নারায়্ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। মৃত দুইজনের নাম তাৎক্ষনিক জানা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকাডুবির ঘটনায় দুইজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছে বলে দাবি করা হচ্ছে। আমরা নদীতে তল্লাশি করছি। মৃত দুইজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ