রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর রহিম উদ্দিনের ছেলে রাহাত আলী (২১) ও তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার হোসেন আলীর ছেলে হাসান আলী (২৫)।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার মোহনপুর ও তানোরে এসব দুর্ঘটনা ঘটে।
তানোর থানা পুলিশ জানিয়েছে, তানোর-মুন্ডুমালা সড়কের পাঁচন্দর কাউন্সিল মোড় সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান হাসান আলী। সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী রাহাত নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ