মাদারীপুরের আঁড়িয়াল খা নদ থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পাকা মসজিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদারীপুর পৌর শহরের কাছে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পাকা মসজিদ এলাকায় আঁড়িয়াল খা নদে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মাদারীপুর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে আঁড়িয়াল খা নদ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানিয়েছেন, লাশের শরীরের বিভিন্ন অংশ প্রায় পচে গেছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এমআই