আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। সদস্য পদে ফরিদপুর জেলার ৭ নম্বর ওয়ার্ড ভাঙ্গা উপজেলায় পাঁচ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের।
ভাঙ্গায় প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন-ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস (উট পাখি প্রতীক), একই মহল্লার বাসিন্দা ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ দিদার মিয়া (অটোরিকশা প্রতীক), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা ও গত জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্য মোহাম্মদ সাহিন শেখ (তালা প্রতীক), কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের মো. আসিক ইকবাল স্বপন (টিউবওয়েল প্রতীক) ও আজিমনগর ইউনিয়নের ঘোষগ্রামের স্বপন হাওলাদার (হাতি মার্কা)।
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে ভাঙ্গা উপজেলা। এ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা ভোটার। ভাঙ্গার হামিরদী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মারা যাওয়ায় বর্তমানে ভাঙ্গায় মোট ভোটার ১৭১ জন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সদস্য প্রার্থী সাহিন শেখ বলেন, আমাকে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের সদস্য নির্বাচিত করলে জনগণের সেবায় অতীতের মতো সব সময় চেষ্টা করবো।
এছাড়া প্রার্থী গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন, নির্বাচিত হলে জেলা পরিষদের বাজেট থেকে ন্যায্য অংশ আদায় করে এলাকার উন্নয়ন করবো।
বিডি প্রতিদিন/এমআই