বিশ্ব ডিম দিবস উপলক্ষে নোয়াখালীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌতম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলার কর্মকর্তা ফখরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা কর্মকর্তা ফারুক রিজভী তালুকদার, নোয়াখালী পোলটি খামার এসোসিয়েশনের উপদেষ্টা খামারী জাকির হোসেন ও সেনবাগের এমএএলও রসূল আহম্মেদ প্রমুখ।
জানা যায়, নোয়াখালীতে প্রতিদিন ২০ লাখ ডিম উৎপাদন ও বছরে ৯০ কোটি ডিম উৎপাদন হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন