দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মেহেরুন নেছা নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউপির দিঘিরত্না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেরুন নেছা (৬৫) নবাবগঞ্জ উপজেলার বড় মহেশপুর গ্রামের মৃত আহাদ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/এমআই