বগুড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক চত্বরে শেষ হয়।
এদিন সকালে জিলা স্কুল চত্বরে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। র্যালি শেষে জেলা প্রশাসক চত্বরে আলোচনা সভা করা হয়।
এতে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহানাজ পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী কমিশনার পলাশ চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বগুড়ার সহকারী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান ও জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রমুখ। উদ্বোধনের পর স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়।
বিডি প্রতিদিন/এমআই