‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে সরকার সবসময় রয়েছে। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের কথা শুনলাম। আমরা চেষ্টা করবো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন নিজে স্বাবলম্বী হতে পারেন।
প্রবেশন অফিসার আবু মুছার সঞ্চালনায় আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. ফকীর আব্দুল জব্বার, জেলা সমাজসেবা অফিসার রুবাইয়াত মো. ফেরদৌস বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলার ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই