বরগুনা জেলা প্রশাসন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার র্যালি ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
বিশ্ব সাদাছড়ি দিবসে এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর মো. শহীদুল ইসলামসহ সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ নাগরিক প্রতিনিধিরা। র্যালিটি প্রশাসনিক চত্বর পরিদর্শন করে জেলা প্রশাসনের বটতলায় এসে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীদের আমরা যেন কখনো অবহেলার দৃষ্টিতে না দেখি। দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু এখন উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাদের চলার পথে সকল সময় যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আর আমরা যেন তাদের জায়গায় নিজেকে চিন্তা করি। পরে জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই