খুলনায় ২২ অক্টোবর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বাগেরহাট বিএনপি প্রস্তুতিমূলক সভা করেছে। শনিবার বিকালে বাগেরহাটে দলীয় অফিস চত্বরে জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চলনায় সভায় কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসরাম গোলা, ড. শেখ ফরিদুল ইসলাম, অহিদুল ইসলাম পল্টু, সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ জেলার ৯টি উপজেলা ৩টি পৌরসভার বিএনপি ও অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা রাখেন।
বিডি প্রতিদিন/এএম