বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মিনি ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে আরজু বেগম (৪৮) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় আরজু মারা যান।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুরইল বাজারে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা আদমদীঘি বাসস্ট্যান্ডে আসছিল। এসময় অটোরিকশাটি শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের নিকট পৌঁছলে মহাস্থান থেকে নওগাঁগামী যাত্রী বোঝাই মিনি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে যাত্রীসহ অটোরিকশা এবং মিনি ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে মিনি ট্রাক ও অটোরিকশায় থাকা নারী, শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়। আদমদীঘি ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মহসীন ইসলাম জানান, রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা যাত্রী উপজেলার কুন্দুগ্রামের আরজু বেগম নামের নারী মারা যান। এছাড়া আরো ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মিনি ট্রাক আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম