দীর্ঘ ২০ বছর পর গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ মু: আসাদ উল্লাহর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন ও মো: শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঘোষণা দেন পরবর্তী সময়ে কমিটি ঘোষণা করা হবে। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জনের নাম পড়ে শোনান।
বিডি প্রতিদিন/এএম