কুমিল্লার লাকসামে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রেলওয়ে জংশন স্টেশন চত্বর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
লাকসাম থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়। বৃদ্ধের মৃত্যুতে কোন অস্বাভাবিকতা দেখা যায়নি। পরে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য লাকসাম পৌরসভাকে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম