রাস্তায় ঘুরতে বেড়িয়েছিল দুই বন্ধু। হঠাৎ পিকআপের ধাক্কায় প্রাণ প্রদীপ নিভে গেল দুই কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায়। নিহতরা হল- ওই ইউনিয়নের রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার পুত্র জিয়াম (১৫) ও আরজু মিয়ার পুত্র রনি ( ১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, সকাল বেলা জিয়াম ও রনি ওই এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায়।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান নিহতরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করে নি। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম