খাগড়াছড়িতে সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ ভোট গ্রহণ চলছে।
নির্বাচন কমিশনার আশিস কুমার জানান, ১৪১ জন ভোটার রয়েছে। এর মধ্যে শতকরা ৮০ শতাংশ ভোট এই রিপোর্ট লেখা পর্যন্ত কাস্ট হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিট্রেড, পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন সুশীল সমাজের লোকজন উপস্থিত রয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মংসেপ্রু চৌধুরী অপু ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এই নির্বাচনে ১৪টি পদের জন্য ২৯ জন প্রার্থী লড়াই করছেন।
উল্লেখ্য, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গার তবলছড়ির ইউপির বর্তমান (৫ বার) ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া।
বিডি প্রতিদিন/এমআই