জয়পুরহাটে জুয়া খেলার সময় পৃথক অভিযান চালিয়ে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেলসহ ২০ জনকে আটক করেছে র্যাব। রবিবার রাতে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের উপ অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটকরা দীর্ঘদিন থেকে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল বলে র্যাবের কাছে অভিযোগ ছিল। রবিবার রাতেও সেখানে জুয়া খেলা হচ্ছে বলে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার ৬০ হাজার টাকা জুয়ার সরঞ্জামসহ ২০ জনকে আটক করা হয়। জেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল