কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস। তিনি জানান, গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল। বিস্তারিত জানার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ