গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর উপজেলা থেকে ২০৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদাত ইসলাম রবিন (২৬) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার ছাদেক আলী পাটোয়ারী বাড়ির আব্দুর রহিমের ছেলে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুধারাম থানার একদল পুলিশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২০৫০ পিস ইয়াবা জব্দ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/কালাম